রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর বেশি হামলা হয়েছে। তাদের জমিজমা, বাসাবাড়ির ওপর হামলা হয়েছে। সরকার সেগুলো রক্ষা করতে পারেনি। অথচ তারাই আবার সব সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে।

গতকাল বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এক প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ সময় সদ্য পরলোকগত বিএনপি নেতা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতার ওপর যে রিপোর্ট হয় সেখানেও খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে এই সরকার ব্যর্থ হয়েছে। আর এটাই বাস্তবতা, এটাই সত্য। তিনি বলেন, বিএনপি সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু আছে তা বিশ্বাস করে না। আমরা মনে করি, বাংলাদেশের সবাই একই সম্প্রদায়ের মানুষ। দেশনেত্রী খালেদা জিয়া তাই বিশ্বাস করেন। বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুর সভাপতিত্বে ও যুবদল নেতা তরুণ দের পরিচালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কুমার সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, সুশীল বড়ুয়া, অপর্ণা রায়, রমেশ দত্ত, দেবাশীষ চন্দ্র রায় মধু, মিল্টন বৌদ্ধ, জয়দেব প্রমুখ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ খবর