মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

অনাস্থা ভোটে চ্যালেঞ্জে বরিস

প্রতিদিন ডেস্ক

অনাস্থা ভোটে চ্যালেঞ্জে বরিস

অনাস্থা ভোটের মুখোমুখি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি ক্ষমতাসীন দলের নেতৃত্বে থাকতে পারবেন কি না- সে বিষয়ে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১টা পর্যন্ত) ভোট গ্রহণ হওয়ার কথা। সূত্র : বিবিসি।

খবরে বলা হয়, গোপন ব্যালটে অনুষ্ঠিত এ ভোটে দলীয় এমপিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেলে এ যাত্রায় টিকে যাবেন জনসন। সে ক্ষেত্রে আগামী এক বছর তার বিরুদ্ধে দলের এমপিরা আর নতুন কোনো অনাস্থা প্রস্তাব আনতে পারবেন না। আর হেরে গেলে, দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রিত্বও ছাড়তে হবে জনসনকে। এমনকি কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের লড়াইয়েও তিনি দাঁড়াতে পারবেন না। উল্লেখ্য, হাউস অব কমন্সে রক্ষণশীল দলের ৩৫৯ জন সংসদ সদস্য রয়েছেন। বরিস জনসনকে যদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হয় তাহলে তার বিরুদ্ধে অন্তত ১৮০টি ভোট পড়তে হবে। এদিকে বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট হলেও তার সমর্থকরা জানিয়েছেন, এ ভোটে প্রধানমন্ত্রিত্ব হারাবেন না তিনি। তবে অনাস্থা ভোট হওয়ার কারণে প্রচণ্ড চাপের মুখে পড়বেন বরিস। ২০১৮ সালে ব্রেক্সিট ইস্যু নিয়ে অনাস্থা ভোটের মুখে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তেরেসা মে। তিনি সেই অনাস্থা ভোটে রক্ষা পান। কিন্তু পরের বছরই প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন।

সর্বশেষ খবর