মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

অবহেলার প্রমাণ পেলে ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবহেলার প্রমাণ পেলে ছাড় নয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে যদি কারও কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সে যত শক্তিশালী হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবহেলার প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না।

গতকাল বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এর আগে দুপুর ২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন। এ সময় সেনা, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধকে দায়মুক্ত করিনি, যে অপরাধ করেছে আইন অনুযায়ী তার বিচার হবে। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটার বিচার হবে, তদন্ত হচ্ছে, আইন অনুযায়ী বিচার হবে। সে যত বড় শক্তিশালী হোক না কেন। কারণ কেউই আইনের ঊর্ধ্বে নয়। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না।

 

সর্বশেষ খবর