মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

আরও কমল টাকার মান

নিজস্ব প্রতিবেদক

চার দিনের ব্যবধানে আবারও কমানো হলো টাকার মান। টাকার বিপরীতে আন্তব্যাংক লেনদেনের নির্দিষ্ট দর ১ টাকা ৬০ পয়সা বৃদ্ধি করে প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংক নতুন এ দর নির্ধারণ করে। এর আগে ২ জুন প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক, যা আগে ছিল ৮৯ টাকা।

সম্প্রতি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার বাজারে বড় রকমের সংকট সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে নগদ ডলার সরবরাহ করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এতে সংকট না কাটায় কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফা টাকা অবনমন করে। ডলার বাজার অস্থিরতার কারণে ৮৬-৮৭ টাকার ডলারের দর খোলা বাজারে ১০৫ থেকে ১০৬ টাকা পর্যন্ত বিক্রি হয়। বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) দাবির পরিপ্রেক্ষিতে গত ২৯ মে বাংলাদেশ ব্যাংক আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলার ৮৯ টাকা বেঁধে দেয়। আমদানিকারকদের কাছে বিক্রির জন্য বিসি সেলিং রেট নির্ধারণ করা হয় ৮৯ টাকা ১৫ পয়সা। বাজার স্থিতিশীল না হওয়ায় গতকাল ১ টাকা ৬০ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়, যা এ যাবতকালের সর্বোচ্চ মূল্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর