মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

বার্ন ইনস্টিটিউটে ভর্তি অধিকাংশই আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধদের মধ্যে একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে আছেন। চারজন আইসিইউতে আছেন, বাকি ১২ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘যারা ভর্তি আছেন, তাদের মধ্যে  চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। তাদের একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। রোগীদের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিকেল থেকে চিকিৎসক এসে তাদের দেখে গিয়েছেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।’ দুর্ঘটনায় আহত রোগীদের সার্বিক খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষজ্ঞ দল। পরিদর্শন করে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমরা তিনজনকে শনাক্ত করেছি। তাদের ঢাকায় নিয়ে যাওয়া উচিত। আত্মীয়স্বজন রাজি হলে নিয়ে যাওয়া হবে। তাদের বার্ন আইসিইউ দরকার।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দগ্ধ রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর, যেন বার্ন রোগীর চিকিৎসায় কোনো অবহেলা না হয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যতটুকু সর্বোচ্চ চিকিৎসা দেওয়া দরকার, ততটুকু দেওয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চট্টগ্রাম মেডিকেলে ১০০ বেডের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট করার কাজ চলছে। আমরা কিন্তু গত ১০-১২ বছর ধরে এটার পেছনে কাজ করছি। জায়গা নিয়ে একটা বিভ্রাট ছিল এখানে। সপ্তাহ দুয়েক আগে এখান থেকে চারটা প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ছাত্রাবাসের পশ্চিম পাশের জায়গায় চীন অর্থায়ন করতে রাজি হয়েছে।’

সর্বশেষ খবর