বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

কক্সবাজারে ঝুঁকিতে স্থানীয় জনগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে ঝুঁকিতে স্থানীয় জনগোষ্ঠী

কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থানের কারণে স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকা ঝুঁকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। গতকাল সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসন : প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল। সভায় আইওএম, ইউএনএইচসিআরসহ জাতিসংঘের অন্যান্য সংস্থা, এনজিও, সিভিল সোসাইটির প্রতিনিধিরা নিজ নিজ মতামত ব্যক্ত করেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ও এশিয়া প্যাসিফিক ফোরামের সঙ্গে আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকট নিরসনে কমিশন তাদের ভূমিকা বজায় রাখবে। মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ভিতরই রোহিঙ্গা সংকটের সমাধান রয়েছে। কফি আনান কমিশনের সুপারিশে রোহিঙ্গা সংকটের একেবারে মূলে যাওয়ার পরামর্শ রয়েছে। রোহিঙ্গা সংকটের শুরু করেছে মিয়ানমার, এর সমাধানও তাকেই করতে হবে। মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে দরকষাকষি করার প্রয়োজন হবে।

 

সর্বশেষ খবর