বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

সরকারের বক্তব্য ইতিহাসভিত্তিক নয়

নিজস্ব প্রতিবেদক

সরকারের বক্তব্য ইতিহাসভিত্তিক নয়

স্বাধীনতার পতাকা উত্তোলক ডাকসু ভিপি আ স ম আবদুর রব বলেছেন, ‘নিউক্লিয়াস’ প্রশ্নে সরকারের বক্তব্য ইতিহাসভিত্তিক নয়। নিউক্লিয়াস গঠন প্রশ্নে সরকারের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য সত্য বিবর্জিত। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, সিরাজুল আলম খান ১৯৬২ সালে আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদকে নিয়ে স্বাধীন জাতি রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গোপন সংগঠন নিউক্লিয়াস গঠন করেন। তিনি বলেন, ১৯৭০ সালের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধুর পরামর্শে সিরাজুল আলম খান বিএলএফের হাইকমান্ডে শেখ ফজলুল হক মণি ও তোফায়েল আহমেদকে অন্তর্ভুক্ত করেন যা ইতিহাসের মীমাংসিত বিষয়। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সরকারের অজ্ঞতা এবং ইতিহাস বিকৃতির বিষয়টি দেশবাসীর কাছে উন্মোচিত।

আ স ম রব বলেন, বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় নিউক্লিয়াসের গঠন প্রশ্নে কোনো দিন টুঁ শব্দটিও উচ্চারণ করেননি। বঙ্গবন্ধুকে নিয়ে শত শত গবেষণা গ্রন্থেও এ বিষয়ে একটি বাক্যও উত্থাপিত হয়নি। হঠাৎ করে স্বাধীনতার ৫০ বছর পর কোনো তথ্য-উপাত্ত ছাড়াই নিউক্লিয়াস গঠন সম্পর্কে সরকারের বয়ান সত্যতার সঙ্গে সম্পর্কহীন।

 

সর্বশেষ খবর