সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মা সেতুতে গাড়ি চলবে ২৬ জুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুতে গাড়ি চলবে ২৬ জুন

উদ্বোধনের অপেক্ষায় পদ্মা সেতু। গতকাল তোলা ছবি -রোহেত রাজীব

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হবে ২৬ জুন। তিনি বলেন, এ সেতু মর্যাদার প্রতীক, আবার অপমানের প্রতিশোধের প্রতীকও।

গতকাল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দোগাছির পদ্মা সেতু সার্ভিস এড়িয়া-১ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বে প্রমাণ করে দিয়েছেন আমরাও পারি। আমরা চোর নই, বীরের জাতি। যতদিন পদ্মা সেতু থাকবে, ততদিন সম্মানের সঙ্গে বঙ্গবন্ধুকন্যার নাম উচ্চারিত হবে। তিনি বলেন, সেতুটিতে প্রতিদিন গড়ে ৭৫ হাজার যানবাহন চলাচল করবে। এর ৯ মাত্রা ভূমিকম্প সহনশীল ক্ষমতা রয়েছে। সেতুর ওপরের তলায় চার লেনের সড়ক এবং নিচতলায় থাকবে রেললাইন। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর সার্বিক নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকায়। চালুর আগে এ ব্যয় আর বাড়বে না। সেতু চালু হওয়ার এক বছরের মধ্যেই উঠে আসবে নির্মাণ খরচ। মন্ত্রী আরও বলেন, এই সেতু চালু হলে দেশের অর্থনীতিতে যে ইতিবাচক গতি তৈরি হবে, প্রথম বছরে তার আর্থিক মূল্য দাঁড়াবে জিডিপির ১ দশমিক ২ শতাংশ। টাকার অঙ্কে প্রাপ্তির পরিমাণ হবে ৩৩ হাজার ৫৫৬ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়ে বেশি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য নাঈম রাজ্জাক, সংসদ সদস্য অসীম কুমার উকিল, উপ-প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ খবর