সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা
রাজধানীতে বিক্ষোভ

খালেদা জিয়ার কিছু হলে সরকারের দায় : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার কিছু হলে সরকারের দায় : ফখরুল

রাজধানীতে গতকাল বিএনপির বিক্ষোভ সমাবেশ -জয়ীতা রায়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে হবে। আল্লাহ না করুন, তাঁর (খালেদা জিয়া) যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এ সরকারকেই দায় নিতে হবে। এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে।

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। উন্নত চিকিৎসার্থে  খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে একপর্যায়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দলীয় কর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সুষ্ঠুভাবেই সমাবেশ শেষ হয়। সমাবেশকে কেন্দ্র করে আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ব্যাপক জনসমাগম হওয়ায় আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। মির্জা ফখরুল বলেন, তাদের (সরকারি দল) সলিমুদ্দিন, কলিমুদ্দিন, সাজাপ্রাপ্তরা এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে। অথচ মিথ্যা মামলায় সাজা দেওয়া বেগম খালেদা জিয়াকে তারা বিদেশে যেতে দিচ্ছে না। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে হবে। বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, এখনো কিছুটা সময় আছে। রক্ষা পেতে পারেন। এরপর আর পালানোরও পথ পাবেন না। সব রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। যে দুর্বার আন্দোলন হবে, তাতে আপনাদের রক্ষা হবে না। সে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করব। জনগণের কল্যাণমূলক একটি সরকার গঠন করব। ঘোষিত বাজেটে বিদেশে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এতদিন টাকা পাচার করেছেন। কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, বেগম পাড়ায় বাড়ি করেছেন। এখন সেগুলো জায়েজ করতে কর দিয়ে টাকা ফেরত আনার কথা বলেছেন। ঢাকা মহানগর বিএনপির দুই সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আবদুস সালাম আজাদ, নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপু, ফজলুল হক মিলন, সাইফুল আলম নিরব, মোস্তাফিজুর রহমান, আফরোজা আব্বাস প্রমুখ।

সর্বশেষ খবর