সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

আরও কমল টাকার মান

নিজস্ব প্রতিবেদক

ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। অনিয়ন্ত্রিত বাজারে স্থিতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক আবারও ৫০ পয়সা বৃদ্ধি করেছে ডলারের দর। গতকাল কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে আন্তব্যাংকে ৯২ টাকায় বিক্রি করছে।

এর আগে গত ৭ জুন প্রতি ডলারের দাম ৫ পয়সা বাড়িয়ে ৯২ টাকা করে বাংলাদেশ ব্যাংক। সবশেষ ৫০ পয়সা বাড়ানো হলো। এ নিয়ে এক মাসে ডলারের বিপরীতে টাকার মান ৫ টাকা ৫ পয়সা কমল। এতে চলতি বছর ডলারের বিপরীতে ১০ বার মান হারাল টাকা। ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপরই ডলারের বিপরীতে টাকার মান কমতে থাকে। যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে ৯২ থেকে ৯৩ টাকার মধ্যে ডলার  কেনাবেচা করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে খোলাবাজারে প্রতি ডলারের মূল্য রাখা হচ্ছে ৯৮ থেকে ৯৯ টাকা পর্যন্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর