সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

বাজেট আমলা ও লুটেরানির্ভর

নিজস্ব প্রতিবেদক

বাজেট আমলা ও লুটেরানির্ভর

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অতীতের মতোই বৈষম্য ও লুটপাটের দলিল এবং ঋণনির্ভর আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল এক বিবৃতিতে বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, ডলারের বিপরীতে স্বল্পতম সময়ে টাকার মারাত্মক অবমূল্যায়ন ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনজীবন দুর্বিষহ করে তুলছে। অথচ এই বাজেটে তার কোনো সমাধান নেই। এ বাজেট আমলা ও লুটেরা নির্ভর। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, বিশাল অঙ্কের বাজেট দিয়ে অর্থমন্ত্রী গৌরববোধ করলেও সাধারণ জনগণ এর কতভাগ সুফল পাবে তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। বাজেট প্রস্তাবনায় কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানে মনতুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হয়েছে। বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় এবারের বাজেটেও সরকারদলীয় নেতা-কর্মীদের লুটপাটের সুবিধার দিকে লক্ষ্য রেখে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের অবৈধ কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে। এ ছাড়া জনগণের ট্যাক্সের টাকায় দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভারী করার সুযোগ রাখা হয়েছে। বাজেটের বিশাল অংশ সরকারদলীয় এমপি ও নেতা-কর্মীদের পকেটে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন পীর চরমোনাই। বাজেটে বরাবরের মতো কালো টাকা সাদা করার সুযোগ রাখায় দুর্নীতি আরও উৎসাহিত করা হবে বলে তিনি মত প্রকাশ করেন।

 

সর্বশেষ খবর