মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মা সেতুর মাওয়া প্রান্তেও জ্বলল বাতি

প্রতিদিন ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতুর ২০৭ ল্যাম্পপোস্টে একসঙ্গে জ্বলে উঠেছে সব বিদ্যুৎ বাতি। এতে উজ্জ্বল আলোয় ঝলমল করে ওঠে সেতুর মাওয়া অংশ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুুল কাদের সাংবাদিকদের জানান, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম মাওয়া প্রান্তের ২০৭টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হলো। এর আগে পরীক্ষামূলকভাবে জেনারেটরের মাধ্যমে আলো জ্বালানো হয়েছিল। প্রসঙ্গত, পদ্মা সেতুতে গত ৫ জুন বিকালে পরীক্ষামূলকভাবে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়েছিল। ওই দিন সেতুর ১৪ নম্বর থেকে ১৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ২৪ ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়। এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে বাতিগুলো জ্বালানো হয়।

সর্বশেষ খবর