মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

খালেদা জিয়ার জামিন চান জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার জামিন চান জাফরুল্লাহ

আইনের অজুহাত না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য জামিনে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত ‘কোরবানির ঈদে দরিদ্র পরিবারদের খাদ্য সাহায্যের আবেদন’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। ডা. জাফরুল্লাহ বলেন, সংবিধানে জীবন রক্ষার জন্য নির্দেশনা আছে। আইনের অজুহাত না দেখিয়ে খালেদা জিয়াকে সরকারের জামিন দেওয়া উচিত। তারপর উনি যেখানে ইচ্ছা যাক। তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনে লাখ লাখ টাকা ব্যয় না করে আসন্ন ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারকে সহায়তা করা উচিত। দেশে প্রায় ৩ কোটি দরিদ্র পরিবার রয়েছে। ২০ হাজার পরিবারকে ঈদে নিত্যপণ্য সামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। দেশ ও প্রবাসীদের এ উদ্যোগে সাধ্যমতো অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা : এদিকে ভাসানী অনুসারী পরিষদ জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা সংগঠনের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটি ভেঙে জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান উপদেষ্টা এবং শেখ রফিকুল ইসলাম বাবলুকে আহ্বায়ক, হাবিবুর রহমান রিজুকে সদস্য সচিব ও সাফায়েত কামাল দিব্যকে উপ সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটি সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে সভায় জানানো হয়।

 

সর্বশেষ খবর