মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

বিনা প্রশ্নে পাচার অর্থ দেশে আনার প্রস্তাবে সমর্থন বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোনো প্রশ্ন ছাড়া নামমাত্র কর দিয়ে পাচার হওয়া অর্থ দেশে আনার যে সুযোগ দিয়েছেন তাকে সমর্থন জানিয়েছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি ফারুক হাসান বলেন, দেশের এই সংকটকালে বিদেশি মুদ্রার রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রাখা খুবই দরকার। সে জন্য প্রচুর ডলার প্রয়োজন। এ অবস্থায় বিভিন্ন সময় যারা দেশ থেকে বিদেশে অর্থ পাচার করেছেন, তারা যদি সরকারের দেওয়া সুযোগে সাড়া দিয়ে সেই অর্থ কর দিয়ে দেশে ফেরত আনতে চান-তাকে আমরা সমর্থন করি। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এসব কথা বলেন। এ সময় বিজিএমইএ সহসভাপতি শহীদউল্লাহ আজিমসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি আরও বলেন, আমাদের অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। বর্তমান বাস্তবতায় সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাকে আমরা মেনে নেব। তিনি পোশাক রপ্তানির ওপর উৎসে কর দশমিক ৫০ শতাংশ বহাল রাখার দাবি জানান। বিজিএমইএ সভাপতি বলেন, ‘পোশাক রপ্তানির ওপর উৎসে কর ১ শতাংশ করা হলে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিল্পের জন্য অত্যন্ত দুরূহ হবে। করোনা মহামারি থেকে ঘুরে দাঁড়ানোর সময় এ ধরনের কর বাড়ানোর জন্য এটি সঠিক সময় নয়। বর্তমানে অস্থিরতাময় বিশ্ব বাণিজ্য পরিস্থিতি আমাদের পোশাক শিল্পের জন্যও বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি করেছে।

‘তাই বর্তমান প্রেক্ষাপটে পোশাক শিল্পে উৎসে কর বর্তমানে যে অবস্থায় রয়েছে সে অবস্থায় রাখার বিষয়টি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সুবিবেচনায় রাখবেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নন-কটন খাতে বিনিয়োগ ও রপ্তানি উৎসাহিত করতে নন-কটন পোশাক রপ্তানির ওপর ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।

 

সর্বশেষ খবর