বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

রুশ-ইউক্রেন যুদ্ধ প্ররোচিত

রুশ-ইউক্রেন যুদ্ধ প্ররোচিত

ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ইউক্রেনে রুশ সেনাদের নৃশংসতার সমালোচনা করেছেন। তবে একই সঙ্গে তিনি যুদ্ধকে ‘প্ররোচিত’ বলে মন্তব্য করেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে পোপ ফ্রান্সিস ইউরোপীয় সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন জেসুইট মিডিয়ার সম্পাদকের সঙ্গে লিখিত আলাপ করেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি বলেন, সম্ভবত এটা ‘কিছুটা প্ররোচিত’।

পোপ ফ্রান্সিস বলেন, সমাধান করতে চাইলে আমাদেরকে অবশ্যই প্রকৃত সমস্যা ভুলে যাওয়া উচিত নয়। সমরাস্ত্র কারখানাগুলোকে তিনি যুদ্ধের ‘অন্যতম প্ররোচনা’ বলেও মন্তব্য করেন।

পোপ ফ্রান্সিস আরও বলেন, রাশিয়া ভেবেছিল এক সপ্তাহেই তারা সব জয় করে ফেলবে। কিন্তু তাদের হিসাব ভুল ছিল। তারা (রুশ সেনারা) সাহসী মানুষের প্রতিরোধের মুখে পড়েছে। ইউক্রেন সেনাদের প্রশংসা করে তিনি বলেন, তাদের লড়াইয়ের ইতিহাস রয়েছে।

সর্বশেষ খবর