বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

আগামী নির্বাচনে জনগণের তীক্ষ্ণ নজর

নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচনে জনগণের তীক্ষ্ণ নজর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতাসীন সরকারের অধীনে যারা নির্বাচনে যাওয়ার চিন্তা করছেন তাদের ওপর জনগণ তীক্ষ্ণ  দৃষ্টি রাখছে। নির্বাচন কমিশনের ওপরও জনগণের দৃষ্টি রয়েছে। তিনি বলেন, ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করা আওয়ামী লীগের একটা উচ্ছিষ্টভোগী সৃষ্টি হয়েছে। জাতি তাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি এস এম মারুফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কৃষিবিদ শামিমুর রহমান শামিম, শাহজান মিয়া সম্রাট, মেহেদী হাসান পলাশ, কৃষিবিদ সানোয়ার হোসেন প্রমুখ। রুহুল কবির রিজভী বলেন, খাঁচার ভিতরে ভয়ংকর জন্তুর সঙ্গে কোনো মানুষকে রেখে দিলে সেই মানুষ বেঁচে থাকবে বিশ্বাস করা আর এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বিশ্বাস করা একই কথা।

সর্বশেষ খবর