বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

তথ্য নেই হজ ফ্লাইটে খালি আসনের

বরাদ্দ নিয়ে বিপাকে হাব

উবায়দুল্লাহ বাদল

চলতি বছরের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এয়ারলাইনস-গুলোর কোন ফ্লাইটে কতগুলো আসন খালি আছে, তা জানাতে ৮ জুন ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল এজেন্সি মালিকদের সংগঠন হাব (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট তথ্য চেয়ে ১০ জুন এয়ারলাইনসগুলোকে চিঠি দেয় মন্ত্রণালয়।

কিন্তু ১৪ আগস্ট পর্যন্ত এ বিষয়ে তথ্য দেওয়া হয়নি। এমতাবস্থায় গতকাল হজ ফ্লাইটের টিকিট বুকিং ও আসন খালি থাকার বিষয়ে তথ্য চেয়ে বিমান বাংলাদেশ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসকে আজকের (১৬ জুন) মধ্যে তথ্য সরবরাহের চিঠি দিয়েছে হাব। সূত্র বলছে, সময়মতো তথ্য সরবরাহ করা না হলে শেষ দিকের হজ ফ্লাইটগুলোতে গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে। চিঠিতে আরও বলা হয়, অনেক এজেন্সি নির্দিষ্ট টাকা পরিশোধ (পে-অর্ডার প্রস্তুত) করে এবং হজযাত্রীদের তালিকা নিয়ে এয়ারলাইনসগুলোর দ্বারে দ্বারে ঘুরেও কাক্সিক্ষত আসন বরাদ্দ পাচ্ছে না। বরং হয়রানির শিকার হচ্ছে। হজযাত্রী পরিবহনকারী তিন এয়ারলাইনসের কাছে পাঠানো ওই চিঠিতে হাব বলেছে, হজযাত্রী পরিবহনে নিয়োজিত এয়ারলাইনসগুলোর আসন যাতে খালি না থাকে সে বিষয়ে হাব সর্বদা তৎপর। চলতি বছরের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এয়ারলাইনসগুলোর কোন ফ্লাইটে কতগুলো আসন খালি আছে, তা জানাতে  ৮ জুন ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট তথ্য চেয়ে গত ১০ জুন হজযাত্রী পরিবহনকারী সব এয়ারলাইনসকে টিকিট বুকিং ও আসন বরাদ্দের বিষয়টি স্পষ্টকরণের জন্য চিঠি দেয় মন্ত্রণালয়। কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে- হজ টিকিটের সব ফ্লাইটের কোন ফ্লাইটে কী পরিমাণ আসন বরাদ্দ দেওয়া হয়েছে, কী পরিমাণ আসন খালি আছে তা এয়ারলাইনসগুলোর পক্ষ থেকে তা স্পষ্ট করা হচ্ছে না। যেহেতু পবিত্র মদিনার বাড়িভাড়ার চুক্তির কারণে শেষ দিকের হজ ফ্লাইটের আসনের চাহিদা বেশি, তাই অনেক এজেন্সিই বর্তমানে শেষদিকের আসন প্রাপ্তির জন্য অপেক্ষা করছে। যদি শেষ দিকের ফ্লাইটগুলোর আসন বরাদ্দের চিত্র জানিয়ে দেওয়া হতো, তাহলে যাদের শেষদিকের ফ্লাইট পাওয়ার সম্ভাবনা নাই, তারা অন্যান্য ফ্লাইটে তাদের হজযাত্রীর আসন নিশ্চিত করে ফেলত। শেষ দিকের কোনো ফ্লাইটে আসন খালি নাই জানা থাকলে কোনো এজেন্সিও অপেক্ষা করত না। কিন্তু এয়ারলাইনসগুলো তাদের আসন বণ্টনের সর্বশেষ চিত্র স্পষ্টভাবে না জানানোর কারণে ধূম্রজাল তৈরি হচ্ছে। শেষ দিকের ফ্লাইটের জন্য অনেক এজেন্সি অপেক্ষা করছে। যা পরবর্তীতে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে। বৃহস্পতিবারের মধ্যে এ সংক্রান্ত তথ্য প্রদানের সময়সীমা বেঁধে দিয়ে চিঠিতে আরও বলা হয়- চাহিত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ না করা হলে হজ ফ্লাইটে কোনো আসন খালি থাকলে হাবের পক্ষে সহযোগিতা করা সম্ভব হবে না।

সর্বশেষ খবর