বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট আজ

ক্রীড়া প্রতিবেদক

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সর্বশেষ ৩টি টেস্টই ড্র হয়েছে। স্টেডিয়ামের টেস্ট পরিসংখ্যানে ড্রয়ের সংখ্যাই বেশি। ১১ টেস্টের ৬টিতে হারজিত হয়নি। ফলাফলের ৫ টেস্টের তিনটিতে জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং বাকি দুটি ভারত। ক্যারিবীয়দের তিন জয়ের একটি আবার বাংলাদেশের বিপক্ষে। ২০১৮ সালের ওই টেস্টের ফল ছিল যাচ্ছেতাই। ইনিংস ও ২১৯ রানে হেরেছিলেন সাকিব আল হাসানরা। সেই সাকিবের নেতৃত্বেই চার বছর পর ফের ক্যারিবীয় সফরে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলবে টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্টে সাকিব বাহিনী নামবে আত্মবিশ্বাস নিয়ে। টেস্ট খেলতে নামার আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ও বোলিং আত্মবিশ্বাসী করেছে দলকে। খেলা হবে একেবারে অপরিচিত ‘ডিউক’ বলে। প্রস্তুতি ম্যাচে দলের ব্যাটাররা উইকেটে কাটানোর চেষ্টা করেছেন। বোলাররা লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করেছেন। কোচ রাসেল ডমিঙ্গো ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে আস্থাবান, ‘৩ দিনের ম্যাচটি ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট ও তৃপ্ত। ব্যাটসম্যানরা উইকেটে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে। বোলাররা মাঝের ওভারগুলোয় আঁটসাঁট বোলিং করেছে। প্রথম টেস্টে নামার আগে আমরা দারুণ সময় কাটিয়েছি।’ সাকিব বাহিনী পাচ্ছে না ছন্দে ফেরা ব্যাটার মুশফিকুর রহিমকে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি হাঁকানো মুশফিক ক্যারিবীয় সফরে যাননি হজ করবেন বলে। তবে ২০২১ সালের ফেব্রুয়ারির পর পুনরায় লাল বল ও সাদা পোশাকে খেলতে নামবেন মুস্তাফিজুর রহমান। সাকিব বাহিনী সার্ভিস পাচ্ছেন কাটার মাস্টারের। অবশ্য কোমরের ব্যথায় মিস করবেন ইয়াসির আলিকে। আঙ্গুলের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগায় টেস্টে নামার আগে দলের অনুশীলন নিয়ে সন্তুষ্ট টাইগার কোচ, ‘দলের অনুশীলন ভালো হয়েছে। যে ভেন্যুতে এর আগে খেলেছি, সেটিতে আবার ফিরতে পেরে ভালো লাগছে। এ মাঠে অনেক বাতাস। এর উইকেট ও কন্ডিশন এমনই। তবে আমরা উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছি। রাব্বি (ইয়াসির আলী) ছাড়া সবাই ফিট আছে। প্রত্যেকেই প্রথম টেস্ট খেলার জন্য বিবেচনায় আছে।’ ২০১৮ সালে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের টেস্টে প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। কেমার রোচ ৫ উইকেট নিয়েছিলেন ৮ রানের খরচে। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ১৪৪ রান করেছিল। বাংলাদেশ এবার নিয়ে পঞ্চমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর করছে। আগের চারবারের সফরে একবার সিরিজ জিতেছিল ২০০৯ সালে। সেবার অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল সাকিবের। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার অধিনায়কত্বের অভিষেক। এবার তৃতীয়বার টেস্ট নেতৃত্ব পেয়েছেন মুমিনুল হকের ছন্দহীনতায়। তৃতীয়বারের দায়িত্ব পেয়ে টাইগারদের কতটা সাফল্য এনে দিবেন সাকিব, সময় বলবে। সাকিব অধ্যায়ের শুরুতেই ক্যারিবীয়দের কঠিন লড়াইয়ের মুখোমুখি।

সর্বশেষ খবর