শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার রিফাতের

কুমিল্লা প্রতিনিধি

সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার রিফাতের

সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত। তিনি বলেছেন, কুমিল্লা নগরীর উন্নয়নে সবার পরামর্শ নেব। যারা আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের সবার থেকেও পরামর্শ নেব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর উন্নয়ন করব। তিনি গতকাল নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। কুমিল্লাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরফানুল হক রিফাত বলেন, নগরীর যানজট ও জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য আপনাদের কাছে এক বছর সময় চাইলাম। ইনশাল্লাহ্ এক বছরের মধ্যে আপনারা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। কুমিল্লাবাসীকে দেওয়া কথা আমি রাখব। তিনি বলেন, সিটি করপোরেশনকে আমি দলীয় কার্যালয় বানাব না। নগর ভবনের দরজা সবার জন্য সবসময় খোলা থাকবে। আমার বাসার দরজাও খোলা থাকবে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ফল ঘোষণার সময় নেতা-কর্মীদের উত্তেজনার জন্য সবার কাছে ক্ষমা চাই। উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা সিটি নির্বাচনের ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

সর্বশেষ খবর