শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

নির্বাচনী সংঘর্ষে মায়ের কোলে শিশুর গায়ে গুলি

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে মায়ের কোলে এক শিশুর গায়ে গুলি লাগার ঘটনা ঘটেছে। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ ও সাতজন আহত হয়েছেন। বুধবার বিকাল ৬টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, জাজিরা উপজেলা বিলাসপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বুধবার সকাল থেকেই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন খান ( মোরগ) ও একই ওয়ার্ডে মতি শিকদার (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট শেষে জাহাঙ্গীর হোসেন খান জয়ী হন। এ সময় জাহাঙ্গীর হোসেন খানের সমর্থকরা বিজয় মিছিল বের করলে প্রতিপক্ষের মতি শিকদারের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে। এ সময় দুই গ্রুপের মধ্যে অস্ত্রশস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বেধে যায়। এরপর তাদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলতে থাকে। একপর্যায়ে ককটেলের বিস্ফোরণ ঘটলে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে। এ সময় স্থানীয় রফিকুল ইসলামের স্ত্রী রুবিনা আক্তার (৩৬), তাদের মেয়ে লামিছা (২) ও মোতাহার আলীর ছেলে ইমরান (২৮) নামে ৩ জন গুলিবিদ্ধ হন। দেশীয় অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে আতাউর রহমান (২৬), মিজানুর রহমান (৩৮), সাঈদ মিয়া (৪০), রমিজ খা (৩৮), আবদুর রাজ্জাকসহ (৪০) সাতজন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাই; কিন্তু তারা কিভাবে গুলিবিদ্ধ হয়েছে তা জানা নেই। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। এ ব্যাপারে অজ্ঞাত ৬০/৭০ জনের নামে মামলা হয়েছে।

সর্বশেষ খবর