শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

১৭ দিনে করোনা বেড়েছে ১৩ গুণ

নিজস্ব প্রতিবেদক

তিন মাস পর ফের দেশে চার শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে এক দিনে। মাত্র ১৭ দিনের ব্যবধানে দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েছে প্রায় ১৩ গুণ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়েছে ১০ গুণ। অন্যদিকে কমেছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। তবে এখন পর্যন্ত মৃত্যু বা গুরুতর অসুস্থতা বৃদ্ধির লক্ষণ দেখা যায়নি।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, বেশি সংখ্যক মানুষ টিকার আওতায় আসায় গুরুতর অসুস্থতা এখনো তেমন বাড়ছে না। তবে সংক্রমণ যেভাবে লাফিয়ে বাড়ছে, তাতে এখনই লাগাম টানতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কারণ টিকার কারণে তৈরি হওয়া অ্যান্টিবডি কমে আসছে। আবার যাদের করোনা হওয়ায় অ্যান্টিবডি তৈরি হয়েছিল, সেটাও কমে আসছে। মাস্ক পরা নিশ্চিত করতে আবারও কড়াকড়ি আরোপ করা উচিত। স্বাস্থ্য অধিদফতর গত ১ জুন সারা দেশে ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনা রোগী শনাক্তের খবর দিয়েছিল। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬৩ শতাংশ। সুস্থ হয়ে উঠেছিলেন ৩৫৭ জন। গতকাল ১৭ জুনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩৩ জন, যা ১৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ ৮ মার্চ এর বেশি ৪৪৬ জন রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৭ শতাংশে, যা আগের দিন ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ। তার আগে প্রায় চার মাস ছিল ৫ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় চার শতাধিক রোগী শনাক্ত হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৯৩ জন। সুস্থতার চেয়ে শনাক্ত বাড়ায় সক্রীয় রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালেও রোগী কিছুটা বেড়েছে। ১ জুন ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ৪৩ জন করোনা রোগী ভর্তি ছিল। গতকাল ছিল ৪৯ জন। তবে অধিকাংশ মানুষ এখন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষায় ৪৩৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। শনাক্ত রোগীর ৩৮৫ জনই (৮৮.৯১ শতাংশ) ঢাকা জেলার। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন। মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

সর্বশেষ খবর