রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা
কেন এ দুর্যোগ কীভাবে মোকাবিলা

পূর্বাভাস দেখে সিদ্ধান্ত নিতে হবে : আইনুন নিশাত

নিজস্ব প্রতিবেদক

পূর্বাভাস দেখে সিদ্ধান্ত নিতে হবে : আইনুন নিশাত

ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেছেন, ‘বর্ষাকালে বন্যা হতে পারে। দুর্যোগের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পানি উন্নয়ন বোর্ডের  দেওয়া বন্যার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণ করে আগামী সাতদিনের সিদ্ধান্ত নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, পানি বৃদ্ধি পেয়ে নদী উপচে লোকালয়ে ঢুকতে পারে। সুনামগঞ্জে কোনো নদী রক্ষা বাঁধ নেই। জমির অবস্থান অনুযায়ী পানি বাড়বে কি না এটা আমরা বুঝতে পারি। এই বছর পানি কুশিয়ারা নয়, শুধু সুরমা নদীর অববাহিকায় বাড়ছে। এ ছাড়া ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীতে পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী আরও পাঁচ-ছয়দিন মানুষের ভোগান্তি হবে।

সরকার বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। তাদের ত্রাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সরকার সামর্থ্য অনুযায়ী খাবার, নিরাপদ থাকা ও সেনিটেশনের ব্যবস্থা করবে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ লক্ষ্যে কাজ করছে।

সর্বশেষ খবর