শিরোনাম
রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা
কেন এ দুর্যোগ কীভাবে মোকাবিলা

নজর দেওয়া হয়নি পূর্বাভাসে : ড. মো. জিল্লুর

নিজস্ব প্রতিবেদক

নজর দেওয়া হয়নি পূর্বাভাসে : ড. মো. জিল্লুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বলেছেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হবে এটা দুই সপ্তাহ আগে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল। এক সপ্তাহ আগে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়। তাই পূর্বাভাস অনুযায়ী আগে থেকে সরকারের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। পূর্বাভাসে নজর দেওয়া হয়নি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ার পর নদী দিয়ে ড্যামে পানি এসেছে। ড্যামের সব দরজা ভারত ছেড়ে দিয়েছে। ফলে একসঙ্গে বেশি পানি সুনামগঞ্জে ঢুকে পড়েছে। এই পানি প্রাকৃতিকভাবে সরবে। তাই এখন বন্যাদুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হবে। তাদের জীবনধারণের জন্য ত্রাণ হিসেবে খাবার ও ওষুধ দিতে হবে। সিলেটে এ ধরনের বৃষ্টি হয়। পাশে পাহাড় থাকায় সেখান থেকে আসা ঢল নদীতে পানি বৃদ্ধি করে। বৃষ্টি থেমে গেলে এ পানি আবার দ্রুত নেমেও যায়। ভবিষ্যতে বন্যা ঠেকাতে পরিকল্পিতভাবে নদী ড্রেজিং ও দখল-দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

সর্বশেষ খবর