রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

পাহাড় ধসে দুই বোনসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ১ নম্বর ঝিল বরিশালঘোনা ও ফয়’স লেক লেকভিউ আবাসিক এলাকায় পাহাড় ধসে দুই বোনসহ চারজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার গভীর রাতে ভারী বর্ষণের সময় এ ঘটনা ঘটে। তবে নিহত দুই বোনের বুকে ঘুমিয়ে থাকা এক বছর ও ছয় মাস বয়সী দুটি মেয়ে সন্তান বেঁচে যায় অলৌকিকভাবে। অন্যদিকে থইথই পানিতে নগর জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। টানা বর্ষণে নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এসব এলাকার বাসিন্দারা হয়েছেন পানিবন্দি। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাতে প্রচণ্ড বৃষ্টির সময় আকবর শাহ থানাধীন ১ নম্বর ঝিল বরিশালঘোনায় পাহাড় ধসে একটি পরিবারের সদস্যরা চাপা পড়েন। এ সময় দুই বোন মাইনুর আক্তার (২০) ও শাহীনুর আক্তারের (২৪) মৃত্যু হয়। আহত হন তাদের বাবা ফজলুল হক (৭০) ও মা রানু  বেগম (৬০)। ফয়’স লেক লেকভিউ আবাসিক এলাকায় পাহাড় ধসে লিটন (২৩) ও ইমন (১৪) নামে দুজন প্রাণ হারিয়েছেন। নিহত শাহীনুরের ফুফাতো বোন রেশমা জানান, দুই বোন ও তাদের মা-বাবা ১ নম্বর ঝিলের বাসায় থাকতেন। পাহাড় ধসে দুই বোনের এক বছর ও ছয় মাস বয়সী দুটি মেয়ে সন্তান বেঁচে যায়। তারা মায়ের বুকে ছিল বলে তিনি জানান। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিডার উচিন মারমা বলেন, শুক্রবার রাতে বৃষ্টির সময় আকবর শাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকায় পাহাড় ধসে একটি পরিবারের সদস্যরা চাপা পড়েন। ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গতকাল ভোর সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার কাজ চলে। এদিকে টানা বর্ষণে নগরীর নিচু এলাকা মুরাদপুর, শুলকবহর, জামেয়া সুন্নিয়া মাদরাসা এলাকা, চান্দগাঁও সমশেরপাড়া এলাকা, বহদ্দারহাট, ষোলশহর ২ নম্বর গেট, কাতালগঞ্জ, বাদুড়তলা, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর এলাকা পানিতে থইথই করছে। দুই দিনের টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। বহদ্দারহাট এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতে হচ্ছে; কিন্তু গাড়ি পাচ্ছি না। রিকশা পেয়েছিলাম। ভাড়া চায় দ্বিগুণ। পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসাবে গতকাল বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেখানে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমবাগান আবহাওয়া অফিসের হিসাবে, বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০৪ দশমিক ৫ মিলিমিটার।

সর্বশেষ খবর