মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

কলম্বিয়ার প্রেসিডেন্ট বামপন্থি গেরিলা নেতা

প্রতিদিন ডেস্ক

কলম্বিয়ার প্রেসিডেন্ট বামপন্থি গেরিলা নেতা

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বোগোটা শহরের সাবেক মেয়র এবং বামপন্থি গেরিলা নেতা গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় গত রবিবার দ্বিতীয় দফার ভোটে জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে কলম্বিয়ায় প্রথমবারের মতো কোনো বামপন্থি নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তাঁর রানিংমেট ফ্রান্সা মার্কেজ হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। সূত্র : বিবিসি।

গত ২৯ মে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গুস্তাভো পেত্রো জয়ী হলেও কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় গত রবিবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার নির্বাচন। এ নির্বাচনে পেত্রোর প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭৭ বছর বয়সী ব্যবসায়ী রোদোলফো এরনান্দেজ। দ্বিতীয় দফার এ নির্বাচনে ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন পেত্রো। এরনান্দেজের চেয়ে ৭ লাখের বেশি ভোট পেয়েছেন তিনি।

এ জয়কে ‘জনগণের জয়’ বলে উল্লেখ করেছেন পেত্রো। টুইটারে তিনি লিখেছেন, মাতৃভূমির হৃদয়ে আজ যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে, তা দিয়ে সব ভোগান্তি ধুয়ে যাক। ভাইস প্রেসিডেন্ট হিসেবে পেত্রোর রানিংমেট ফ্রান্সা মার্কেজ। কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, এক সময় এম-১৯ গেরিলা দলের সদস্য ছিলেন পেত্রো। কয়েক দশক আগে এ বিদ্রোহী গোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে। তবে নির্বাচনী প্রচারণায় অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন পেত্রো। বলেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা, পেনশন ব্যবস্থায় সংস্কার আনা এবং অনুৎপাদনশীল জমির ওপর উচ্চ কর আরোপ করবেন। ২০১৬ সালে যে চুক্তির কারণে কমিউনিস্ট গেরিলা গোষ্ঠী ফার্কের সঙ্গে সরকারের ৫০ বছরের দীর্ঘ সংঘাতের অবসান হয়েছিল, তা বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

সর্বশেষ খবর