মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

বৃষ্টির রেকর্ড ভাঙছেই চেরাপুঞ্জি মৌসিনরামে

নিজস্ব প্রতিবেদক

ভারতের আসাম ও মেঘালয়ের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলোয় প্রবল বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে এসব এলাকায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। আর এ সময়েই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জি ও মৌসিনরামে। ভারতের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্যে, চলতি বর্ষা মৌসুমে প্রথমে চেরাপুঞ্জিতে, এরপর মৌসিনরামে বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন আসাম, মেঘালয়, অরুণাচলসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোয় অতি ভারী বৃষ্টি হবে। খারপ আবহাওয়ার জন্য ২০ জুন পর্যন্ত মেঘালয়ের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেরাপুঞ্জি বিশ্বের অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা। ভারতের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্যে, এ পর্যন্ত জুনে এক দিনে সেখানে নয়বার ৮০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৯৯৫ সালের ১৬ জুন চেরাপুঞ্জিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১ হাজার ৫৬৩ দশমিক ৩ মিলিমিটার। ১৯৫৬ সালের ৫ জুন ৯৭৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর এ বছর ১৬ জুন সকাল থেকে ১৭ জুন পর্যন্ত ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়, যা ১২২ বছরের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এবার চেরাপুঞ্জির বৃষ্টি সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। পাহাড়ি শহরে টানা বৃষ্টি পাহাড়ি ঢল হয়ে ভয়ংকরভাবে গড়িয়ে পড়ছে, যার প্রভাব এরই মধ্যে বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জে পড়েছে।

এরই মধ্যে চেরাপুঞ্জিকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকার স্বীকৃতি পেয়েছে শিলং থেকে ৫৬ কিলোমিটার দূরের শহর মৌসিনরাম। স্থানীয়রা মৌসিনরামকে ‘মেঘের বাড়ি’ বলেই চেনেন। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এমন জায়গা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে মৌসিনরামের নামও লেখা হয়েছে। এ শহরে বার্ষিক গড় বৃষ্টিপাত হয় প্রায় ১২ হাজার মিলিমিটার। ১৯৮৫ সালে এখানে বার্ষিক বৃষ্টিপাত হয়েছিল ২৬ হাজার মিলিমিটার।

সর্বশেষ খবর