বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে

নিজস্ব প্রতিবেদক

ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আন্তর্জাতিক সীমানা আইনে পানির ন্যায্য অধিকার আদায়ের বিষয়ে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। কিন্তু শুধু নতজানু পররাষ্ট্রনীতি আর স্বার্থের ভাগাভাগির কারণে পানির ন্যায্য অধিকারসহ সার্বিকভাবে বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, এ বর্ষাকালে ভারত সব গেট খুলে দিয়েছে। যখন আমাদের পানির প্রয়োজন নেই তখন আমাদের ভাসিয়ে দিচ্ছে। যখন আমার জীবিকা, আমার জীবন রক্ষার জন্য পানির প্রয়োজন, পানি না দিয়ে বাংলাদেশকে মরুকরণ করে দেওয়া হচ্ছে। পানিসহ আমাদের সব ন্যায্য অধিকার আদায় করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের উদ্যোগে ‘বাংলাদেশ-ভারতের মধ্যে পানি বণ্টনের ইস্যু’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিসার্চ সেন্টারের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে জাতিসংঘের পরিবেশবিষয়ক সাবেক উপদেষ্টা ড. এস আই খান, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী এম ইনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।

সর্বশেষ খবর