বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে কমিশন গঠন করতে বলা হয়েছে। আর কমিশনকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৮ আগস্ট দিনও ঠিক করে দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে খুরশীদ আলম খান।

সোমবার শুনানির সময় ‘পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ’ বলে মন্তব্য করেন হাই কোর্ট। এ ধরনের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা জাতির শত্রু, তাদের চিহ্নিত করতে হবে বলেও মন্তব্য করেন আদালত। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাই কোর্ট। মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব এবং দুদক চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়। দীর্ঘদিনেও রুলের জবাব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘ইউনূসের বিচার দাবি : আওয়ামী লীগ ও সমমনা দলগুলো এককাট্টা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকার সংবাদের বিষয় নজরে নিয়ে এ আদেশ দিয়েছিলেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ।

সর্বশেষ খবর