শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

তাসকিন-মিরাজ টি ২০-তে

ক্রীড়া প্রতিবেদক

তাসকিন-মিরাজ টি ২০-তে

ডানহাতি পেসার তাসকিন আহমেদ ছিলেন শুধুমাত্র ওয়ানডে স্কোয়াডে। জরুরিভাবে তাসকিনকে নেওয়া হয়েছে টি-২০ স্কোয়াডে। শুধু ডানহাতি পেসারই নন, টি-২০ স্কোয়াডে ৪ বছর পর ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন অলরাউন্ডার খেলেছেন টেস্ট সিরিজ। আগামীকাল রসেউতে শুরু হচ্ছে তিন ম্যাচ টি-২০ সিরিজ। দিবা-রাত্রির ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। দুই ক্রিকেটার স্কোয়াডে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনের ফিটনেস ঘাটতিতে ও আরেক পেসার শহীদুল ইসলাম সফর শুরুর আগেই ছিটকে পড়ায়। টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে কোমরে ব্যথা পান ইয়াসির আলি। ১৫ সদস্যের স্কোয়াডে তিন ক্রিকেটার ইনজুরিতে পড়লে সদস্য সংখ্যা ১২-তে নেমে আসে। টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়ে দেশ থেকে কোনো ক্রিকেটার উড়িয়ে না এনে সফর থেকেই স্কোয়াডে অন্তর্ভুুক্ত করেন। দলভুক্ত হন তাসকিন ও মিরাজ। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে পারেননি কাঁধের ইনুজরিতে। সিরিজ না খেলেই দেশে ফিরেন তিনি। সুস্থ না হওয়ায় ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি। এবারও তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ছিলেন না। তাসকিন সর্বশেষ খেলেছিলেন ২০২১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে। ৩.১ ওভারের স্পেলে রান দিয়েছিলেন ১৬ রান। মেহেদী হাসান মিরাজ সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেন ২০১৮ সালে। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে ২ ওভারে ২৬ রান দিয়েছিলেন। ব্যাটিংয়ে ১৯ রান করেছিলেন। স্কোয়াডে ২০১৫ সালের পর ফিরেছেন এনামুল হক বিজয়ও। তিনিও হঠাৎ করে শেষ টেস্ট খেলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর