শিরোনাম
শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

পাচারকৃত অর্থের সামান্যই ফেরত আনা সম্ভব

নিজস্ব প্রতিবেদক

পাচারকৃত অর্থের সামান্যই ফেরত আনা সম্ভব

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, এবারের বাজেটে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার সুযোগ আইনগতভাবে বৈধ করা হলেও নৈতিকভাবে তা গ্রহণযোগ্য নয়। এ ছাড়া চুরি করা টাকা ফেরানোর জন্য কেউ পাচার করেনি। এই অর্থের খুব সামান্যই দেশে ফেরত আনা সম্ভব হবে। গতকাল এফডিসিতে এবারের বাজেট নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সরকার বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য কাজ করছে না উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশে এক শ্রেণির মানুষের কাছে প্রচুর টাকা রয়েছে, যে টাকা নানাভাবে পাচার হচ্ছে। যেসব দেশে টাকা পাচার করা হয় সে সব দেশের সরকার অর্থের বৈধতা যাচাই না করেই তা বিনিয়োগের সুযোগ দিচ্ছে। সেখান থেকে কিছু টাকা ফেরত আসলে অসুবিধা কোথায়? তাই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার সিদ্ধান্ত মন্দের ভালো। তবে এই টাকার খুব সামান্যই  ফেরত আনা সম্ভব হবে। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এবারের বাজেটে দেশের বিদ্যমান মানিলন্ডারিং আইনের যথাযথ প্রয়োগ না করে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা অর্থ পাচারকারী দুষ্কৃতকারীদের প্রশ্রয় দেওয়ার শামিল। এতে মনে হতে পারে মাত্র ৭ শতাংশ কর পরিশোধের মাধ্যমে অর্থ পাচারকারীদের দায়মুক্তি সনদ দেওয়া হচ্ছে। গত দুই বছর ধরে বাংলাদেশসহ সারা বিশ্ব করোনায় আক্রান্ত। ব্যবসা-বাণিজ্য জীবন জীবিকা ছিল প্রায় অচল। তারপরও কীভাবে, কাদের সহযোগিতায় অর্থ পাচারকারীরা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা সুইস ব্যাংক, দুবাই, সিঙ্গাপুর, কানাডায় পাচার করল তা খতিয়ে দেখা জরুরি।

সর্বশেষ খবর