রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

দখল-দূষণে বিলীন তুরাগ

আফজাল, টঙ্গী

দখল-দূষণে বিলীন তুরাগ

দিন দিন অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে তুরাগ নদের। দখল আর দূষণ এর মূল কারণ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও পরিবেশ অধিদফতর কর্তৃক যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এর ভয়াবহতা বেড়েই চলেছে। নদের দিকে তাকালে মনে হয় এ যেন ময়লার ড্রেন! নদের পাশ দিয়ে ওয়াকওয়েতে হাঁটতে হচ্ছে নাক চেপে। আর এসব ময়লা-আবর্জনা ও পচা পানির দুর্গন্ধে অসুস্থ হচ্ছেন অনেকেই। নদের অস্তিত্ব ফিরিয়ে আনতে বিআইডব্লিউটিএ ও পরিবেশ অধিদফতর যদিও বলছে তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে, তবে আসলে এর কতটা বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন এখন জনমনে। সরেজমিন ঘুরে জানা যায়, দখল আর দূষণে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে তুরাগ নদ। বিভিন্ন কলকারখানা ও বাজারের ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। তুরাগ নদের তীর দখল করে নির্মাণ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও মার্কেট। এমনকি একটি চক্র ওয়াকওয়ে দখল করে অসংখ্য দোকান বসিয়ে লাখ লাখ টাকার চাঁদা উত্তোলন করছে। সেই চাঁদার একাংশ নদীবন্দর কর্মকর্তা, নৌ-পুলিশ ও থানা পুলিশের পকেটেও যাচ্ছে নিয়মিত। এক সময় এই তুরাগ নদ দিয়ে নৌযান চলাচল করত। এই নদে গোসল কিংবা এর পানি দিয়ে রান্নাবান্না চলত। এ নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করত মানুষ। বর্ষা মৌসুম ছাড়া গোসল কিংবা পানি ব্যবহার তো দূরের কথা, ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধে নদের পাশে গিয়ে দাঁড়ানোই মুশকিল। টঙ্গী এলাকার অনেক কলকারখানাই তাদের বর্জ্য এই নদে ফেলছে। অথচ ওয়াশিং ও ডাইং কারখানাগুলো যদি শতভাগ ইটিপি ব্যবহার করত তাহলে হয়তো নদের পরিবেশ এমন হতো না। এ ছাড়া টঙ্গী বাজারের বর্জ্য ও বাসাবাড়ির বর্জ্য নদে ফেলার কারণে এমনটা হচ্ছে। টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, ‘আমরা নদে প্লাস্টিক বর্জ্য ফেলে দূষণ করছি, আবার তীর দখল করে পরিবেশন নষ্ট করছি।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী নদীবন্দরের উপ-পরিচালক মো. শাহ আলম মিয়া বলেন, নদের অস্তিত্ব ফিরিয়ে আনার লড়াই চলছে। তীর দখল আর কলকারখানা ও টঙ্গী বাজারের ময়লা-আবর্জনা নদে ফেলে দূষণ করা হচ্ছে। এসবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীবন্দরের অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘কারখানাগুলো বিষাক্ত তরল বর্জ্য ও প্লাস্টিক বর্জ্য নদে ফেলে পানি দূষিত করছে, নদের পরিবেশ নষ্ট করছে। দখল ও দূষণকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে নদ বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর