রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

প্রতিদিন ডেস্ক

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

ঢাকার আশুলিয়ায় শিক্ষক হত্যা ও নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এসময় তারা এ দুটো ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।

বরিশাল : শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সংগঠনের আঞ্চলিক কমিটির ব্যানারে সকাল ১১টায় নগরীর সদর রোডের বিবিরপুকুর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি আবদুল মালেক, প্রধান উপদেষ্টা দাশগুপ্ত আশীষ কুমার, জেলা সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ ছাড়া বিকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে উদীচীর শিল্পীরা। সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ এবং সাবেক সভাপতি কাজল ঘোষসহ অন্যরা।

বরগুনা : শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বরগুনায় কলেজ শিক্ষক, মাধ্যমিক শিক্ষক ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে কালোব্যাজ ধারণসহ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি-বরগুনা জেলা শাখার সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান, জেলা কলেজ শিক্ষক সমিতির সমন্বয়ক অধ্যক্ষ জিয়াউল করিম, অধ্যক্ষ এ বি এম বশির উদ্দিন, তপন চন্দ্র মিস্ত্রি, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম মুকুল, জহিরুল হক ও জাকির হোসেন।

বাগেরহাট : শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে দুই ঘণ্টা ধরে জেলা-উপজেলা শিক্ষক সমিতি, জেলা হেড টিচার ফোরাম ও জেলা মাদরাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশন সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান ও শহীদ নায়েক আবদুর জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান রেজাউল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হরিচাঁদ বিশ্বাস, জেলা হেড টিচার ফোরামের সভাপতি ফারজানা আক্তার, সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেনসহ শিক্ষক নেতারা।

সাতক্ষীরা : শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সম্মিলিত নাগরিক সমাজ সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে একাত্তরের বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক সুভাষ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ আবদুল হামিদ, সাংবাদিক আশেক-ই-এলাহী, কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

মাগুরা : শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখা শহরের চৌরঙ্গী মোড়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. বাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামছুজ্জামান সেলিম, সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি শ্রীকান্ত বিশ্বাস, স্কাউট সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।    

দিনাজপুর : প্রতিবাদে দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা। শাখার সভাপতি মো. আহসানুল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সহসভাপতি ফজলুর রহমান, বুনু বিশ্বাস, সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, দিনাজপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুল হামিদ, কাহারোল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

পাথরঘাটা (বরগুনা) : শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাথরঘাটায় কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন পাথরঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, প্রভাষক আহসান হাবিব, জামাল হোসেন নান্টু, আলমগীর হোসেন প্রমুখ।

পাবনা : শিক্ষক হত্যা ও নির্যাতনের বাংলাদেশ শিক্ষক সমিতি, পাবনা জেলা শাখার আয়োজনে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানবববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি হেলেনা খাতুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের, ঈশ্বরদী শাখার সভাপতি মো. ফজলুল হক প্রমুখ। 

নেত্রকোনা : প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাহিদ দুলদুল, সাংগঠনিক সম্পাদক পুলকেশ সরকার অপু, সহসভাপতি শাহানাজ পারভীন, ইকবাল হোসেন, দেলুয়ার হোসেন, আনোয়ার হোসেন রেন্টু, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর সাজু প্রমুখ।

কিশোরগঞ্জ : শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পলিত হয়। এতে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ সাদী, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আফাজুর রহমান খান, সহসভাপতি আবু বকর সিদ্দিক, আবদুছ ছামাদ, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সদস্য মো. আবদুর রশিদ, মো. আদুধুজ্জামান, সিনিয়র শিক্ষক আবুল হাসেম, প্রদীপ কুমার সরকার, বেলাল হোসেন প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল শাখার আয়োজনে শহরের চৌমুহনী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উচ্ছ্বাস থিয়েটারের সাধারণ সম্পাদক নীতেশ সূত্রধরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ সাইয়্যিদ মূয়ীজুর রহমান, অনুশীলন চক্রের সভাপতি লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, বিশিষ্ট সংগীতশিল্পী সুশীল শীল, সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল শাখার সমন্বয়ক মো. কাওছার ইকবাল, লেখক গবেষক সৈয়দ আমিরুজ্জামান, উদীচী শিল্পী গোষ্ঠী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব প্রমুখ।

রায়পুর (লক্ষ্মীপুর) : প্রতিবাদে রায়পুর উপজেলার চারটি শিক্ষক সমিতির আহ্বানে থানার সামনে আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ আ না ম নিজাম উদ্দিন, অধ্যক্ষ মো. সাইফুদ্দিন, প্রধান শিক্ষক শামছুত তাওহিদ, মাহবুবুর রহমান লিটন ও বলরাম মজুমদার প্রমুখ।

টাঙ্গাইল : শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মীরনরুজ্জামান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম রব্বানী, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেন, গোপালপুর উপজেলা শাখার সভাপতি জি এম ফারুক, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

সর্বশেষ খবর