রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

সুশাসন না হলে বৈষম্য-দুর্নীতি বাড়বে

নিজস্ব প্রতিবেদক

সুশাসন না হলে বৈষম্য-দুর্নীতি বাড়বে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সমাজতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা না হলে বৈষম্য ও দুর্নীতি বাড়বে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটির নব-নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, সমাজতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা না হলে সমাজে বৈষম্য-দুর্নীতি বাড়বেই। সমাজে সব ধরনের বৈষম্যের অবসানে অর্থনীতিকে সংবিধান নির্দেশিত সমাজতন্ত্রের লক্ষ্যে ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, সর্বজনীন সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসেবে বাস্তবায়ন করতে হবে।

ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মীর হোসাইন আখতার, নুরুল আকতার, নাদের চৌধুরী, মো. মোহসীন, শফিকুর রহমান বাবুল, মফিজুর রহমান বাবুল প্রমুখ।

সর্বশেষ খবর