মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

হারের বৃত্তে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজ সফরে যেন হারের বৃত্তে আটকে গেছে বাংলাদেশ। দুই টেস্টে হারার পর এবার টি-২০ সিরিজও শুরু হলো পরাজয় দিয়ে। উইন্ডিজের বিখ্যাত উইন্ডসর পার্কে স্বাগতিকদের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৯৩ রানের বিশাল স্কোর গড়ে ক্যারিবীয়রা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন সাকিব আল হাসান। ৫২ বলে তিনটি ছক্কা ও ৫টি বাউন্ডারিতে অপরাজিত এই ইনিংসটি খেলেন।

১৯৪ রানের পাহাড় টপকাতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এরপর আর খেলায় ফিরতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে প্রথম ইনিংসেই জয়ের রাস্তা অনেকটা পরিষ্কার করে রাখে ওয়েস্ট ইন্ডিজ। পিঞ্চহিটার রোভমান পাওয়েল রীতিমতো তাণ্ডব চালিয়েছেন টাইগার ব্যাটসম্যানদেরও ওপর। তিনি মাত্র ২৮ বলে খেলেছেন ৬১ রানের হার না মানা ইনিংস। তার এই দাপুটে ইনিংসে ছক্কাই ছিল ছয়টি। এছাড়া ৪১ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন ওপেনার ব্রান্ডন কিং। ক্যারিবীয়দের ব্যাটিং ইনিংসের শুরু ও শেষটা ছিল অসাধারণ। অন্যদিকে বাংলাদেশের ইনিংসে উল্টো চিত্র। বড় টার্গেট তাড়া করতে গিয়ে যেভাবে শুরু করতে হয়, সেটা পারেননি মাহমুদুল্লাহরা। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইগাররা। এরপর উইকেটের একপ্রান্ত আগলে রেখে কেবলমাত্র হারের ব্যবধান কমিয়েছেন সাকিব আল হাসান। সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর