মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কাজী আনিস (৫০) নামে এক ব্যবসায়ী। গতকাল বিকাল ৫টায় এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে শাহবাগ থানা পুলিশ। পাওনা টাকা না পেয়ে তিনি গায়ে আগুন দেন বলে আত্মহত্যার চেষ্টাকারী ব্যবসায়ীর এক বন্ধু পুলিশকে জানিয়েছেন।

জানা গেছে, কাজী আনিসের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে। তিনি ঠিকাদারি করেন।  হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন তিনি। কিন্তু কোম্পানি পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে এর আগে মানববন্ধন করেছেন। তাতে কোনো লাভ হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গায়ে আগুন দেন তিনি।  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মুখম লসহ তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তার চিকিৎসা চলছে। ঢাকা মহানগর পুলিশের পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ জানান, জাতীয় প্রেস ক্লাবের ভিতরে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, তা তারা এখনো জানতে পারেননি।

সর্বশেষ খবর