বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

জুলাইয়ে করোনায় মৃত্যু বেড়েছে ১০ গুণ

নিজস্ব প্রতিবেদক

জুলাইয়ে করোনায় মৃত্যু বেড়েছে ১০ গুণ

জুনের তুলনায় জুলাইয়ে এসে করোনায় দৈনিক মৃত্যু বেড়েছে ১০ গুণ। অন্যদিকে এক মাসের ব্যবধানে নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্তের হার বেড়েছে প্রায় ২১ গুণ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা যায় ১২ জন। জুলাইয়ের পাঁচ দিনেই মারা গেছেন ৩২ জন। অন্যদিকে জুনের ৩০ দিনে মৃত্যু হয় ১৮ জনের। মে মাসে মারা যায় মাত্র চারজন। জুনের তুলনায় জুলাইয়ে এসে দৈনিক মৃত্যু বেড়েছে প্রায় ১০ গুণ। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৯৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার ১৬.৭৪ শতাংশ। ঠিক এক মাস আগে গত ৫ জুন মাত্র ৩৪ জন রোগী শনাক্তের খবর দেওয়া হয়। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ। এক মাসের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ২১ গুণের বেশি।

গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ হাজার ১৮১ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৯৪ জন। যতজন সুস্থ হয়ে উঠেছেন, তার চেয়ে দেড় হাজার বেশি রোগী নতুন করে শনাক্ত হয়েছে। গত এক দিনে মারা যাওয়া সাতজনই ছিলেন পুরুষ। ঢাকায় পাঁচজন এবং রাজশাহী ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ২৬ মার্চ তা একশর নিচে নামে। ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল চারজনে। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু।

সর্বশেষ খবর