বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

করোনার কারণে লেখাপড়ায় ছেদ

ড. এ এস এম মাকসুদ কামাল

করোনার কারণে লেখাপড়ায় ছেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ঠিক কী কারণে ভর্তি পরীক্ষার ফল এমন হয়েছে তা বলা কঠিন। তবে এটি হতে পারে যে, করোনার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় যে ছেদ পড়েছে এর প্রভাব এই ফলাফলে পড়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। ড. মাকসুদ কামাল বলেন, করোনার সময় শিক্ষার্থীরা পড়ালেখা করলেও তাদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে। এরও প্রতিফলন হতে পারে ভর্তি পরীক্ষার এই ফল। পুনর্বিন্যস্ত (সংক্ষিপ্ত) সিলেবাসে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হলেও ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা হয়তো এ সিলেবাসেও ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারেনি। ভর্তি পরীক্ষার এই ফল ধরে যেসব শিক্ষার্থীকে ভর্তি করা হবে, তাদের পরবর্তী ফলাফলেও হয়তো এর প্রভাব পড়বে। তাই ভর্তির পর সচেতন না হলে অনেকের পড়াশোনা থেকে ঝরে পড়ার আশঙ্কা থেকে যায়। করোনার প্রভাবে পড়ালেখার ওপর যে আঘাত ছিল এর প্রভাব হয়তো ভবিষ্যতেও আমরা দেখতে পাব। এই শিক্ষাবিদ বলেন, শিক্ষার ওপর করোনার এ প্রভাব শুধু আমাদের দেশে নয়। বৈশ্বিকভাবেই এর প্রভাব পড়েছে।

সর্বশেষ খবর