বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

সর্বোচ্চ সংক্রমণ এখন বরিশালে

নিজস্ব প্রতিবেদক

করোনার প্রথম তিনটি ঢেউয়ে সবচেয়ে কম সংক্রমণ ছিল বরিশাল বিভাগে। চতুর্থ ঢেউয়ে এসে পুরোপুরি বদলে গেছে চিত্র। অধিকাংশ দিনই নমুনা পরীক্ষায় শনাক্ত হারে এগিয়ে থাকছে বরিশাল। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় বরিশাল বিভাগে শনাক্তের হার ছিল ২২.৭১ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। আর বরিশাল জেলায়   এই হার ছিল ২৭.২৭ শতাংশ। সর্বনিম্ন শনাক্তের হার ছিল সিলেট বিভাগে ৭.৮৩ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭২৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ১৬.৮৯ শতাংশ। এই সময়ে বরিশাল বিভাগে ২২.৭১ শতাংশ, ঢাকা বিভাগে ১৭.৬১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৭.৪৯ শতাংশ, খুলনা বিভাগে ১৭.৪৬ শতাংশ, রংপুর বিভাগে ১৫.৭১ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১০ শতাংশ, রাজশাহী বিভাগে ৮.৫৭ শতাংশ ও সিলেট বিভাগে ৭.৮৩ শতাংশ ছিল শনাক্তের হার। আর বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ হার ছিল ভোলায় ২৮ শতাংশ। এর আগে গত ৩ জুলাই বরিশাল বিভাগে ৩৭.৪২ শতাংশ ও ১ জুলাই ৫৯.১৭ শতাংশ শনাক্ত হারের খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। ১ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ৫২ জনের নমুনা পরীক্ষায় সবার দেহে সংক্রমণ শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ জন করোনা রোগী মারা গেছেন, সুস্থ হয়ে উঠেছেন ৫২৬ জন।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮৫ জনে। গতকাল পর্যন্ত মোট ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

সর্বশেষ খবর