শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

সুবিচার প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে

নিজস্ব প্রতিবেদক

সুবিচার প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিচার প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উৎসব মানব জাতির এমন এক সাগরতীর, যেখানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই শামিল হতে পারে। তাই স্বার্থচিন্তা পরিহার করে মানবকল্যাণ এবং সমাজে শান্তি, ন্যায়, সুবিচার ও সোহার্দ্য প্রতিষ্ঠায় আমাদের সচেষ্ট হতে হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো ঈদবার্তায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, কোরবানি মুসলিমদের জন্য মহান আল্লাহর নৈকট্যলাভের একটি মহৎ ইবাদত। মানবতার সেবায় মুসলমানদের তাদের সময়, প্রচেষ্টা এবং সম্পদ নিয়ে এগিয়ে আসতে সাহায্য করে। কোরবানির পশুকে আল্লাহ তাঁর মহিমার প্রতীক করেছেন। কোরবানির এ শিক্ষাকে বুকে ধারণ করে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন এক চরম দুঃসময় অতিবাহিত করছে। করোনার পাশাপাশি চলমান প্রবল বন্যা মোকাবিলায় সরকারের চরম ব্যর্থতায় সারা দেশের মানুষ বিপর্যস্ত, অসুস্থতা ও ক্ষুধার জ্বালায় হাহাকার করছে অসহায় মানুষ। অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মানুষের জীবন-জীবিকা বিপন্ন। মানুষের দিন কাটছে জীবন-মৃত্যুর অজানা আশঙ্কায়। এর ওপর স্বেচ্ছাচারী শাসনের কবলে জনগণ অধিকারহীন ও বাকরুদ্ধ।

 

সর্বশেষ খবর