শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

শাহানার বিলে নিউইয়র্কে গর্ভপাতের সুযোগ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

শাহানার বিলে নিউইয়র্কে গর্ভপাতের সুযোগ

গর্ভপাতের অধিকার সুরক্ষার দাবিতে গোটা আমেরিকায় রাজপথ উত্তপ্ত। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও ৫০ বছরের পুরনো এ অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এমনই অবস্থায় প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন বিশেষ এক নির্দেশ জারি করেও স্বস্তি পাননি। আইনগত জটিলতা রয়েই গেছে। এসব অনিশ্চয়তা-জটিলতার স্থায়ী অবসানকল্পে নিউইয়র্ক সিটি কাউন্সিলে একটি বিল পাস হয়েছে গত ১৪ জুলাই।

ইন্ট্রো ৪৭৫ এবং ৪৭৪ (Intros 475 and 474) নামক বিল দুটি উত্থাপন করেছিলেন নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলমান এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ। অভিবাসীদের জন্যই শুধু নয়, নারী-পুরুষের অধিকার সংরক্ষণ এবং বর্ণ ও ধর্মীয় বিদ্বেষ চিরতরে দূর করতে রাজপথের সরব সংগঠক শাহানার এই বিল দুটি ব্যাপক সাড়া জাগায় সমগ্র আমেরিকায়। সিটি কাউন্সিলের সদস্যরাও এতে বিপুল সমর্থন দিয়েছেন। এই বিলের ফলে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানের মহিলারা নিউইয়র্কে এসে গর্ভপাত করতে পারবেন। এরপর নিজ স্টেটে ফিরে গেলে তাকে যদি আইনগত সমস্যায় পড়তে হয়, তাহলেও নিউইয়র্ক সিটি তার পাশে থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর