শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

সেলফি তুলতে গিয়ে পদ্মায় নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে পদ্মা নদীতে ড্রেজারের বলগেটে উঠে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী তরিকুজ্জামান সানি। ১৫ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বেলা ১১টায় দোহারে পদ্মার মৈনটঘাট থেকে লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দোহার উপজেলার পর্যটন স্পট মৈনটঘাটের পদ্মায় পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি নিখোঁজ হন। সানি বুয়েটের আর্কিটেকচার বিভাগের ফাইনাল বর্ষের ছাত্র। দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি ভ্রমণকারী দল মৈনটঘাটে ঘুরতে আসে। সন্ধ্যার পর তারা পদ্মার তীরে অবস্থানরত একটি ড্রেজারের বলগেটে উঠে মোবাইলে সেলফি তুলছিলেন। হঠাৎ পা পিছলে পড়ে যাওয়ার শব্দ পান বন্ধুরা। পেছনে তাকিয়ে দেখেন তাদের মধ্যে সানি (২৫) নেই। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ঘটনার পর থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল। অবশেষে ১৫ ঘণ্টা পর সানির লাশ উদ্ধার হয় পদ্মা নদী থেকে। সানি শরীয়তপুরের জাজিরা উপজেলার ডাঙ্গুর বেপারীকান্দির হারুনুর রশীদের ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর