সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

ডাটা নিয়ন্ত্রণ নয়, সুরক্ষার জন্য আইন

নিজস্ব প্রতিবেদক

ডাটা নিয়ন্ত্রণ নয়, সুরক্ষার জন্য আইন

সবার সুরক্ষার জন্যই ডাটা সুরক্ষা আইন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবেই বলেছি যে ডাটা প্রোটেকশন আইনটি ডাটা নিয়ন্ত্রণের জন্য নয়। এটি হবে ডাটা সুরক্ষার জন্য। গতকাল ‘ডাটা প্রোটেকশন অ্যাক্ট’ এর খসড়ার ওপর স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইসিটি বিভাগের সিনিয়র লেজিসলেটিভ এক্সপার্ট এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. শহিদুল হক, আইসিটি এক্সপার্ট তারিক এ বরকতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন। সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন অংশীজন আইনটির বিভিন্ন ধারা ও উপধারার বিষয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন আমাদের সংবিধান উপহার দিয়েছিলেন, তখনই তিনি মতপ্রকাশের স্বাধীনতার গ্যারান্টি দিয়ে গেছেন। সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারও নেই। আমরা যেহেতু আইনের শাসনে বিশ্বাস করি এবং জাতির পিতার নীতি অনুসরণ করি, সেহেতু আমরা সেটিতে হাত দেব না। তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, উপাত্ত সংরক্ষণ আইনের মধ্য দিয়ে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের, প্রতিষ্ঠানের ও রাষ্ট্রের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে পারব।

সর্বশেষ খবর