সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর এইচএসসি নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক

বন্যার কারণে পিছিয়ে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। আর এসএসসি পরীক্ষার আড়াই মাস পর নভেম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করবে শিক্ষা বোর্ডগুলো। গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের মধ্যে যাদের বই নষ্ট হয়ে গেছে, তাদের ২৪ জুলাইয়ের মধ্যে নতুন বই পৌঁছে দেওয়া হবে। সেই হিসেবে আগস্টের মাঝামাঝি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আগস্টের মাঝামাঝি আবার বন্যা হওয়ার একটা আশঙ্কা আছে, তাই সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে এইচএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু করব। দীপু মনি বলেন, পরীক্ষার সিলেবাসে কোনো পরিবর্তন হবে না। এমনভাবে তারিখ নির্ধারণ হবে, যেন পরীক্ষার্থীরা অসুবিধায় না পড়ে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জ জেলায় মোট ১ লাখ ২ হাজার ৫০০ সেট পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এদের মধ্যে চলতি বছরের এসএসসি ও দাখিলের পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে ১১ হাজার ২৬৮ সেট নতুন বই। প্রসঙ্গত, মহামারির কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা এবার ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিলে সরকার ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

সর্বশেষ খবর