মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভারতে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন, ভোট গণনা বৃহস্পতিবার

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতে পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়েছে গতকাল। ভোট গণনা করা হবে বৃহস্পতিবার ২১ জুলাই। এ নির্বাচনে ক্ষমতাসীন জোট বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ)-র প্রার্থী দ্রৌপদী মুর্মু। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ)-র প্রার্থী যশবন্ত সিনহা। এ নির্বাচনে ভোটার ছিলেন সংসদ সদস্য ও বিধায়ক মিলিয়ে ৪ হাজার ৮০০ জন জনপ্রতিনিধি।

দিল্লিতে সংসদ ভবন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট চলে। সংসদ সদস্যদের জন্য ছিল সবুজ ব্যালট ও বিধায়কদের জন্য গোলাপি ব্যালট। দিল্লিতে সংসদ ভবনের প্রথম তলের ৬৩ নম্বরে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মানসুক মান্ডব্য, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর, বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম, সমাজবাদী পার্টির এমপি মুলায়ম সিং যাদব, ন্যাশনাল কনফারেন্স (এনসি) এমপি ফারুক আবদুল্লাহ প্রমুখ। অসুস্থ শরীর নিয়েই হুইলচেয়ারে করে ভোট দিতে আসেন সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এমপি। কংগ্রেস এমপি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খারগে, শশী থারুর, দিগি¦জয় সিং, বিজেপি এমপি ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ। সাংসদ ও বিধায়কদের মোট মিলিত ভোটের মান ১০,৮৬,৪৩১। সেখানে নির্বাচনের জেতার জন্য প্রার্থীকে ৫,৪৩,২১৬ ভোট পেতে হবে। পরিসংখ্যান বলছে, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়ের পাল্লা ভারী। মোট ভোটের অন্তত ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে জিততে চলেছেন দ্রৌপদী। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হলে ভারতে নতুন ইতিহাস তৈরি হবে। কারণ তিনিই হবেন দেশের প্রথম আদিবাসী মহিলা। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন আগামী ২৫ জুলাই। এক দিন আগেই আগামী ২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে ক্ষমতাসীন জোটের প্রার্থী পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়, অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা।

সর্বশেষ খবর