শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

মেয়র আইভীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পর্যায়ে বাড়ি দখলের চেষ্টা ও সীমানাপ্রাচীর ভাঙার চেষ্টার প্রতিকার চেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগ নেতা এম শহীদুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মাসুদ জামানের আদালতে এ মামলা হয়। মামলার শুনানি শেষে উচ্ছেদ কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না-তার কারণ সাত দিনের মধ্যে ব্যাখ্যা করার জন্য নাসিক মেয়র আইভী ও নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নাসিকের উচ্ছেদ কার্যক্রমের ওপর ৩০ দিনের অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন।

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু সাঈদ খান সবুজ জানান, শহীদুল্লাহ ও তার স্ত্রী ১৯৮১ সালে নগরীর পাইকপাড়া এলাকায় ৬ শতাংশ জমি কেনেন। ’৮৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা (বিলুপ্ত) ওই এলাকায় যৌথভাবে মাপজোক করে তাদের জমি বুঝিয়ে দেয়। ২০০৩ সালে পৌরসভা ওই জমির দক্ষিণ পাশে থাকা পৌরসভার জমি বালু দিয়ে ভরাট করে। এরপর তারাও তাদের জমিতে বাড়ি নির্মাণ করেন। কিছুদিন ধরে নাসিকের লোকজন এসে দাবি করছে যে, তারা চারপাশ থেকে ১০-১৫ ফুট করে নাসিকের প্রায় ২ শতাংশ জমি দখল করেছেন এবং সীমানাপ্রাচীর ভাঙচুরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন মুঠোফোনে জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে তিনি বদলি হয়ে গেছেন। নতুন নির্বাহী কমর্কতা মো. শহীদুল ইসলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যোগ দিয়েছেন। নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের সঙ্গে মামলার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি গতকাল জানান, তিনি ২১ জুলাই যোগ দিয়েছেন। এখনো কোনো কিছু অবগত নন। তবে রবিবার অফিস খোলার পর তথ্য দিতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর