রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

রনিলকে আলটিমেটাম বিক্ষোভকারীদের

প্রতিদিন ডেস্ক

রনিলকে আলটিমেটাম বিক্ষোভকারীদের

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ঠেকাতে গতকাল প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে সেনাসদস্যদের অবস্থান -এএফপি

টালমাটাল শ্রীলঙ্কার রাজনীতি। কোনো অবস্থায়ই নিয়ন্ত্রণে আসছে না দেশটির রাজনৈতিক সহিংসতা। আন্দোলনকারীরা ‘রনিল পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবেই’ আলটিমেটাম দিয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো। রাজধানী কলম্বোর সরকারি দফতরগুলোতে অবস্থান নেওয়া সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কঠোর অবস্থানে যায় সেনা ও পুলিশ।

রাজধানী কলম্বোজুড়ে ধরপাকড় চলছে লঙ্কান কমান্ডো বাহিনীর। ১০০ দিনের বেশি হবে প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এখনো শহরের বিভিন্ন স্থানে সেনা ও পুলিশ সদস্যদের রাজপথে অবস্থান দেখা গেছে। শ্রীলঙ্কাজুড়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে লঙ্কান বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১১ জন আটক হয়েছে। এর মধ্যে আইনজীবী ও দুই সাংবাদিকও রয়েছেন। এ পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ‘এমন ঘটনা শ্রীলঙ্কার জনগণকে একটি বিপজ্জনক বার্তা দেয়। নতুন সরকার আইনের শাসনের পরিবর্তে বলপ্রয়োগের মাধ্যমে কাজ করতে চাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী গতকাল (২৩ জুলাই) এক বিবৃতিতে বলেন, লঙ্কানদের অর্থনৈতিক চাহিদা মেটাতে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, সরকারের দাবি মৌলিক অধিকারকে সম্মান করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর