রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রী নিপীড়নে পাঁচজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়ন এবং আপত্তিকর ভিডিও করার ঘটনায় দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃতরা হলেন ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম এবং একই বর্ষের নৃবিজ্ঞান বিভাগের নুরুল আবছার বাবু। আরও দুজনকে একই ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শুক্রবার রাতে বহিষ্কার আজিম ও বাবুসহ পাঁচজনকে হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব। অন্য গ্রেফতাররা হলেন- হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র নূর  হোসেন শাওন, একই কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা এবং সাইফুল। র‌্যাবের অভিযানে উদ্ধার করা হয় ওই ছাত্রীর আপত্তিকর দৃশ্য ধারণের তিনটি মোবাইল ফোনও। পরে তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়। জানা গেছে, গ্রেফতার সবাই ছাত্রলীগের কর্মী। ওই ঘটনার নেতৃত্বদানকারী আজিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের রেজাউল হক রুবেলের অনুসারী।

র‌্যাব-৭ অধিনায়ক এম এ ইউসুফ বলেন, ‘চবি শিক্ষার্থীকে যৌন নিপীড়নের নেতৃত্ব দিয়েছে আজিম। সে মোবাইলে ভিডিও ধারণ করেছে। গ্রেফতার বাবু ও শাওন ভিকটিম ও তার বন্ধুর দুটি মোবাইল কেড়ে নিয়ে একই সময় ভিডিও ধারণ করেছে। ছাত্রী ও তার বন্ধু প্রায় এক ঘণ্টা ধরে নির্যাতনকারীদের হাতে জিম্মি ছিল। আমরা মোবাইল তিনটি উদ্ধার করেছি। ভিডিও সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও শেয়ার হয়েছে কি না- খতিয়ে দেখা হচ্ছে।’ অভিযুক্তদের গ্রেফতার-পরবর্তী সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়- গত ১৭ জুলাই রাতে খাওয়া শেষ করে বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা হয়ে প্রীতিলতা হল সংলগ্ন রাস্তায় যাওয়ার সময় অভিযুক্তরা সংগীত বিভাগের ওই শিক্ষার্থীর পথরোধ করে। এরপর তার বন্ধুকে মারধর করতে থাকে। পরে তাদের ফজিলাতুন নেছা হলের পেছনে নিয়ে যায়। মারধরের পর শ্লীলতাহানি ও অশ্লীল ভিডিও ধারণ করে। তখন আজিম হুমকি দিয়ে বলে- তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ধারণ করা ভিডিও ভাইরাল করে দেবে। তারা এক ঘণ্টা আটকে রেখে ভুক্তভোগী ও তার বন্ধুর দুটি মোবাইল ও নগদ ১৩ হাজার ৭০০ টাকা নিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ২০ জুলাই হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ ঘটনা জানাজানি হলে ২২ জুলাই রাতে হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আজিম, নূর  হোসেন শাওন, নুরুল আবছার বাবু ও মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর