সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক মেনে নিলে চা খেতে সমস্যা নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত চা পানে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন উনার কার্যালয়ে গেলে চা খাওয়াবেন। তার আগে বলে দেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনে দিচ্ছি। তারপর চা-টা খাওয়া যাবে, অসুবিধা নেই। সবার আগে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেন। কারণ সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার।’

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা : দুর্নীতি আর  লুটপাটের খেসারত’ শীর্ষক এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আ ন ম আখতার হোসেন। বিএনপি মহাসচিব বলেন, ‘অতি হালকা কথা বলে লাভ নেই। চা-টা খাওয়ার কথা বলে কোনো লাভ নেই। একটাই কথা পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন। নতুন নির্বাচন কমিশন গঠন করে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করে দেশকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসুন।’ মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকার ইনডেমনিটি দিয়েছে। ‘বিদ্যুতে কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট ইনডেমনিটি’। অর্থাৎ এখানে পুরোপুরি যা আনবেন, করবেন তা কোনো টেন্ডার ছাড়াই হবে। সেখানে কোনো প্রশ্ন করা যাবে না। কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যাবে না। ইনডেমনিটি দিয়ে কীভাবে আশা করতে পারেন যে সেখানে দুর্নীতি হবে না। সেখানে কীভাবে সঠিকভাবে বিদ্যুতের প্রকল্প শুরু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর