মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

বিএনপির আমলে ১৮ ঘণ্টা লোডশেডিং

ঝালকাঠি প্রতিনিধি

বিএনপির আমলে ১৮ ঘণ্টা লোডশেডিং

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসনে আমু এমপি বলেছেন, বিএনপি আমলে প্রতিদিন ১৮ থেকে ২০ ঘণ্টা লোডশেডিংয়ে থাকতে হতো। তাদের ব্যর্থতার কারণে দেশে মাত্র ৩ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। তারা এক ফোঁটাও বিদ্যুৎ উৎপাদন বাড়ায়নি। তিনি গতকাল দুপুরে ঝালকাঠি জেলা পরিষদে কভিড-১৯ উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ত্রাণসামগ্রী ও গৃহহীনদের মধ্যে বসতঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। আমু আরও বলেন, আজ বিদ্যুতের যে লোডশেডিং হচ্ছে তা সারা দুনিয়ায় জ্বালানি তেলের সংকটের কারণে হচ্ছে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন। কারণ জ্বালানি তেলের সরবরহকারী হচ্ছে রাশিয়া। সেখান থেকে তেল আনা বর্তমানে দুরূহ; তাই আমাদের এখন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক জোহর আলী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

সর্বশেষ খবর