শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

আট মাসের সুরাইয়ার জন্য মায়ের আর্তনাদ

♦ নির্বাচনী সহিংসতায় গুলিতে নিহত ♦ তদন্ত কমিটি

ঠাকুরগাঁও প্রতিনিধি

আট মাসের সুরাইয়ার জন্য মায়ের আর্তনাদ

আট মাসের শিশু সন্তানকে হারিয়ে মায়ের আর্তনাদ -বাংলাদেশ প্রতিদিন

আহাজারি-আর্তনাদ থামছে না সুরাইয়ার মায়ের। আট মাসের শিশুকে হারিয়ে এখন কান্না-ই তার সম্বল। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপি নির্বাচনের সময় গত বুধবার পুলিশের গুলিতে আট মাসের শিশু সুরাইয়া আক্তার নিহত হয়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। জানা গেছে, শিশু নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মণকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকা বাকি দুজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ এবং জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। সুষ্ঠু তদন্তের জন্য আমরা তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। এক সপ্তাহের মধ্যে তারা তদন্ত রিপোর্ট জমা দেবেন। নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাদেরকে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে। উল্লেখ্য, পুলিশের ছোড়া গুলিতে ৮ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হলে বিক্ষুব্ধ জনতা রানীশংকৈল ওসি এস এম জাহিদ ইকবালসহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আর দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত শিশুর মা মিনারা বেগম বলেন, আমি মেয়েকে নিয়ে বাড়ির পাশের গলিতে দাঁড়িয়ে ছিলাম। এ সময় পুলিশের গুলি আমার মেয়ের মাথায় এসে লাগে। গুলিতে তার মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে যায়। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন কেন্দ্রের ফলাফল শেষে পরাজিত মেম্বার প্রার্থীদের লোকজন আমাদের মোবাইল টিম ও সদর সার্কেলের ওপর হামলা চালায়। তারা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে। এতে পরিবেশ আরও খারাপ হওয়ায় জানমালের রক্ষার্থে পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। তিনি আরও বলেন, এ ঘটনায় ৮ মাস বয়সী শিশু মারা যায়। মৃত্যুর ১৮ ঘণ্টা পর গতকাল ময়নাতদন্ত শেষে ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। পরে উপজেলার মীড়ডাঙ্গী বাজারে শিশুটির জানাযা শেষে তাকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ খবর